বাংলাদেশে যন্ত্রাংশ তৈরির কারখানা দিতে চায় তুরস্কের প্রতিষ্ঠান

প্রশান্তি ডেক্স ॥ তুরস্কের শীর্ষ ব্যবসায়ী গ্রুপ কেওসি হোল্ডিংস সারা বিশ্বে তাদের কারখানাগুলোতে যন্ত্রাংশ রফতানির লক্ষ্যে বাংলাদেশে একটি যন্ত্রাংশ উৎপাদন কারখানা স্থাপনের আগ্রহ প্রকাশ করেছে।

গত বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে ৬০ বিলিয়ন ডলারের তুর্কি কোম্পানির টেকসই ইউনিটের প্রেসিডেন্ট ফাতিহ কামাল এবিক্লিওগ্লু এ পরিকল্পনার কথা জানান।

ফাতিহ জানান, বেশ কয়েক বছর আগে সিঙ্গার বাংলাদেশ লিমিটেডকে অধিগ্রহণের পর নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি হোম অ্যাপ্লায়েন্স ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট স্থাপন করেছে প্রতিষ্ঠানটি।

বাংলাদেশে ব্যবসার সম্ভাবনা নিয়ে আলাপকালে তিনি বলেন, আমরা আমাদের বিনিয়োগের দ্বিতীয় পর্যায়ে রয়েছি। বাংলাদেশের ভালো সম্ভাবনা রয়েছে।

ড. ইউনূস বাংলাদেশে উৎপাদন খাতে তুরস্কের আরও বিনিয়োগকে স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশ এখন ব্যবসার জন্য প্রস্তুত।

প্রধান উপদেষ্টা বলেন, তুরস্ক, ইউরোপসহ সারা বিশ্বে পণ্য রফতানির জন্য বাংলাদেশে কারখানা স্থাপন করা হয়েছে।

তিনি বলেন, বাংলাদেশ হালাল পণ্যের উৎপাদন ও উৎপাদন কেন্দ্র হতে পারে। এটি সহজেই একটি বিনিয়োগের হাব হতে পারে।

এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী ও বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published.