২১আরোহী নিয়ে দক্ষিণ সুদানে প্লেন বিধ্বস্ত: নিহত-১৮

প্রশান্তি আন্তর্জাতিক ডেক্স ॥ দক্ষিণ সুদানে যাত্রীবাহী প্লেন বিধ্বস্ত হয়ে কমপক্ষে ১৮ জনের প্রাণহানি হয়েছে। প্লেনটিতে ক্রু ও যাত্রীসহ মোট ২১ আরোহী ছিলেন। বাকি তিন জনকে জীবিত উদ্ধার করা হলেও তাদের অবস্থা আশঙ্কাজনক। জাতিসংঘ পরিচালিত ‘রেডিও মিরায়া’ গত বুধবার (২৯ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে।

রেডিওর খবরে বলা হয়েছে, বুধবার উত্তরাঞ্চলীয় রাজ্য ইউনিটির একটি তেলক্ষেত্র থেকে উড্ডয়ন করে প্লেনটি। এর কিছুক্ষণ পরই এটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় পাইলট ও সহকারী পাইলট উভয়ই প্রাণ হারিয়েছেন।

ইউনিটি রাজ্যের যোগাযোগমন্ত্রী গেটওয়েচ বিপাল জানিয়েছিলেন, বিমানবন্দর থেকে ২০ আরোহী নিয়ে উড্ডয়নের পরপরই এটি বিধ্বস্ত হয়। প্লেনটির রাজধানী জুবাতে যাওয়ার কথা ছিল। পরে তিনি জানান, দুর্ঘটনা কবলিত প্লেনে ২১ আরোহী ছিলেন। এর মধ্যে তিন জন বেঁচে গেছেন।

সাম্প্রতিক বছরগুলোতে যুদ্ধবিধ্বস্ত দক্ষিণ সুদানে বেশ করয়কটি প্লেন দুর্ঘটনা ঘটেছে। ২০১৮ সালের সেপ্টেম্বরে রাজধানী জুবা থেকে ইরোল শহরে যাত্রী বহনকারী একটি ছোট প্লেন বিধ্বস্ত হলে কমপক্ষে ১৯ জন নিহত হন। ২০১৫ সালে রাজধানী জুবার বিমানবন্দর থেকে উড্ডয়নের পর যাত্রীদের নিয়ে রাশিয়া নির্মিত একটি কার্গো বিমান বিধ্বস্ত হলে কয়েক ডজন মানুষ নিহত হয়।

Leave a Reply

Your email address will not be published.