প্রথম বিদেশ সফরে সৌদি আরবে সিরীয় নেতা

প্রশান্তি আন্তর্জাতিক ডেক্স ॥ সিরিয়র অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল শারা সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে রিয়াদে বৈঠক করেছেন। সৌদি রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ এ তথ্য জানিয়েছে। সিরিয়ার নেতা হিসেবে সারার এটিই প্রথম বিদেশ সফর। তুরস্কের সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এখবর জানিয়েছে।

সৌদি রাষ্ট্রীয় টেলিভিশনের সরাসরি সম্প্রচারে দেখা গেছে, আলোচনায় বসারে পূর্বে শারা রিয়াদে সৌদি যুবরাজের সঙ্গে করমর্দন করছেন।  গত সপ্তাহে সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে শারার দায়িত্ব গ্রহণের পর সৌদি যুবরাজই তার সঙ্গে সাক্ষাৎকারকারী দ্বিতীয় উপসাগরীয় নেতা।

সিরিয়ার রাষ্ট্রীয় মিডিয়ার প্রতিবেদন অনুযায়ী, বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করার পর শারা তার প্রথম আন্তর্জাতিক সফরে সৌদি আরবে গিয়েছেন। রাষ্ট্রীয় টেলিভিশন আল-ইখবারিয়ার ফুটেজে দেখা গেছে, সৌদি কর্মকর্তারা শারাকে অভ্যর্থনা জানাচ্ছেন। তার সঙ্গে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল শাইবানি।

এর আগে সিরিয়ার প্রেসিডেন্টের কার্যালয় এক্স প্ল্যাটফর্মে শারা ও শাইবানির একটি প্রাইভেট জেটে করে সৌদি আরব যাওয়ার ছবি পোস্ট করে। এটিকে প্রথম সরকারি সফর’ বলে উল্লেখ করা হয়। গত বুধবার শারাকে সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়।

সৌদি আরবের বাদশাহ সালমান ও তার ছেলে যুবরাজ মোহাম্মদ শারার নিয়োগের পর তাকে অভিনন্দন জানানোর ক্ষেত্রে প্রথম সারিতে ছিলেন। সিরিয়ার কর্তৃপক্ষ ধনী উপসাগরীয় দেশগুলোর ওপর তাদের যুদ্ধবিধ্বস্ত দেশের পুনর্গঠন ও অর্থনীতি পুনরুজ্জীবিত করার জন্য অর্থায়নের আশা করছে।

গত বৃহস্পতিবার দামেস্ক সফর করেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। তিনি সিরিয়ার সমাজের ‘সব স্তরের প্রতিনিধিত্বকারী একটি সরকার গঠনের জরুরি প্রয়োজনীয়তা’র ওপর জোর দেন।

Leave a Reply

Your email address will not be published.