ঢাকা-দিল্লি পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক হবে ওমানে

প্রশান্তি ডেক্স ॥ বাংলাদেশ ও ভারতের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক হতে যাচ্ছে ওমানে। সবকিছু ঠিক থাকলে আগামী রবিবার (১৬ ফেব্রুয়ারি) পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকরের মধ্যে ওমানে অনুষ্ঠেয় ইন্ডিয়ান ওশেন কনফারেন্সের সাইডলাইনে বৈঠক হবে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র। দুই প্রতিবেশীর মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিকীকরণ এবং অস্বস্তি দূর করার জন্য এই বৈঠককে গুরুত্ব দিচ্ছে ঢাকা।

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ‘এটি অস্বীকার করার উপায় নেই যে ৫ আগস্টের পরে দুই দেশের মধ্যে সম্পর্কের উষ্ণতায় পরিবর্তন হয়েছে। সম্পর্ককে স্বাভাবিক করার জন্য দুই দেশের মধ্যে আলোচনার কোনও বিকল্প নেই।’

গত আগস্টে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে টেলিফোন আলাপ, সেপ্টেম্বরে পররাষ্ট্র উপদেষ্টা ও ভারতের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে নিউ ইয়র্কে বৈঠক, গত ডিসেম্বরে দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক হয়েছে। এছাড়া আগামী সপ্তাহে দিল্লিতে বর্ডার গার্ড বাংলাদেশ ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের মহাপরিচালক পর্যায়েল বৈঠক হবে এবং সেখানে সীমান্তে উত্তেজনা নিয়ে আলোচনা হবে।

ওই কর্মকর্তা বলেন, ’দুই প্রতিবেশীর মধ্যে বিভিন্ন ইস্যুতে মতানৈক্য (কনভারজেন্স) ও মতদ্বৈধতা (ডাইভারজেন্স) থাকবে এবং এটিই স্বাভাবিক। যেহেতু বৈদেশিক সম্পর্কে প্রতিবেশী পরিবর্তনের কোনও সুযোগ নেই, সেজন্য বাংলাদেশ বা ভারতের কারোর কাছেই আলোচনার কোনও বিকল্প নেই।’

কী কী বিষয় নিয়ে আলোচনা হতে পারে জানতে চাইলে, তিনি বলেন, ‘দ্বিপক্ষীয় বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হবে। এ মুহূর্তে আমরা আলোচনার বিষয়গুলো নিয়ে কাজ করছি।’

এদিকে ভারত ছাড়াও আরও কয়েকটি দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার বৈঠক হতে পারে বলেও মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published.