পুতিন-জেলেনস্কি বৈঠক সম্ভব—ক্রেমলিন

প্রশান্তি আন্তর্জাতিক ডেক্স ॥ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রয়োজনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে আলোচনায় বসতে রাজি। গত মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ক্রেমলিন এ তথ্য নিশ্চিত করেছে। একই দিনে সৌদি আরবে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনীতিকদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হচ্ছে, যেখানে ইউক্রেন যুদ্ধের সমাধান নিয়ে আলোচনা হবে।

সৌদি আরবে আলোচনায় ইউক্রেনের কোনও প্রতিনিধি নেই। এ বিষয়ে ইউক্রেনীয় প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, আমাদের ছাড়া আমাদের নিয়ে কোনও আলোচনা বা চুক্তি ইউক্রেন মেনে নেবে না।

জেলেনস্কি নিজেও সৌদি আরব সফর করবেন, তবে রাশিয়া-যুক্তরাষ্ট্র বৈঠকের একদিন পর। তার মুখপাত্র সের্হি নিকিফোরভ জানিয়েছেন, সফরের সময় জেলেনস্কির রাশিয়া বা যুক্তরাষ্ট্রের কোনও কর্মকর্তার সঙ্গে বৈঠকের পরিকল্পনা নেই। তিনি ও তার স্ত্রী ওলেনা জেলেনস্কা পূর্বনির্ধারিত রাষ্ট্রীয় সফরের অংশ হিসেবে সৌদি আরবের পর সংযুক্ত আরব আমিরাত ও তুরস্কে যাবেন।

ইউরোপ ও ন্যাটো মিত্ররা যুক্তরাষ্ট্রের আচমকা নীতিগত পরিবর্তন নিয়ে উদ্বিগ্ন। বিশেষ করে, রিয়াদে আয়োজিত আলোচনায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট পুতিনের সম্ভাব্য শীর্ষ সম্মেলনের বিষয়টিও গুরুত্ব পাচ্ছে।

তবে, পুতিনের জেলেনস্কির সঙ্গে বৈঠকে রাজি হওয়া যুদ্ধবিরতি ও শান্তি আলোচনার সম্ভাবনাকে উজ্জ্বল করছে। তিন বছর ধরে চলা এই সংঘাতে ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের পাশাপাশি বৈশ্বিক অর্থনীতিতেও প্রভাব পড়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প দ্রুত সমাধানের পক্ষে জোরালো অবস্থান নিয়েছেন।

এদিকে, দীর্ঘ যুদ্ধ ও পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে অর্থনৈতিক চাপের মুখে রাশিয়া সমাধানের পথ খুঁজছে। তবে মস্কো জানিয়েছে, ইউরোপ ও ন্যাটোকে আলোচনার বাইরে রাখতে চায় তারা, কারণ তাদের যুদ্ধ দীর্ঘায়িত করার উদ্দেশ্য রয়েছে।

রাশিয়া বরাবরই পূর্ব ও মধ্য ইউরোপে ন্যাটোর বাড়তি উপস্থিতির সমালোচনা করে আসছে। পূর্ণমাত্রার আগ্রাসনের আগে মস্কো দাবি করেছিল, শীতল যুদ্ধের সময়ে তাদের নিয়ন্ত্রণে থাকা বেশ কয়েকটি দেশে ন্যাটোকে সেনা ও সামরিক সরঞ্জাম প্রত্যাহার করতে হবে।

সূত্র: রয়টার্স

Leave a Reply

Your email address will not be published.