ভারত বর্ষের বিখ্যাত মুসলিম দার্শনিক প্রফেসর আবদুল খালেক (র) এর মাহফিল সমাপ্ত

অধ্যাপক শেখ কামাল উদ্দিন, বিশেষ প্রতিনিধি ॥ উপমহাদেশখ্যাত অলিয়ে কামেল ছতুরা দরবার শরীফের প্রতিষ্ঠাতা আল্লামা হযরত মাওলানা প্রফেসর আবদুল খালেক (র) এর ৬৮ তম ইছালে ছাওয়াব মাহফিল গতকাল মঙ্গলবার ভোরে আখেরী মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়।

১৬ ফেব্রুয়ারি সোমবার বাদ জোহর থেকে ছতুরা দরবার শরীফের মরহুম আবদুল খালেক (র) এর দৌহিত্র, মরহুম আবদুল কুদ্দুস (র) এর সুযোগ্য পুত্র জাহিদ কুদ্দুস’র সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে আল্লাহু আকবার ধ্বনিতে মুখরিত দেশের বিভিন্ন এলাকা থেকে দলে দলে আগত লাখো ধর্মপ্রাণ মুসলমানদের উপস্থিতিতে ইসলামের সুমহান বানী কুরআন-সুন্নাহর আলোকে ওয়াজ নসিহত করেন দেশ বিখ্যাত উলামায়ে কিরাম।

দিবসের শুরুতে হিফজ সমাপনী শিক্ষার্থীদের পাগড়ী প্রদান করা হয়। মাগরিববাদ তা’লীম পেশ ও যিকর-আযকার করেন, সোনাকান্দা দরবার শরীফের বর্তমান গদ্দিনেশীন পীর অধ্যক্ষ মাওলানা মাহমুদুর রহমান।

মাহফিলে ওয়াজ করেন, ঢাকা মোহাম্মদপুরস্থ কাদেরিয়া তৈয়্যবিয়া কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মুফতি মুহাম্মাদ আবুল কাশেম ফজলুল হক; ঢাকা শাহজাহানপুর মসজিদের খতিব সৈয়দ হাসান আল আযহারী; ছতুরা দরবার শরীফের অন্যতম রাহবার পীরজাদা আলহাজ্ব ছুফী আশেক হোসেন; চট্টগ্রাম খতিবের হাট কাদেরিয়া তৈয়্যবিয়া মসজিদের খতিব হাফেজ ক্বারী মুফতি মুহাম্মাদ গোলাম কিবরিয়া; হযরত মাওলানা মুফতি নুরুল ইসলামসহ দেশ বিখ্যাত উলামায়ে কিরাম। এছাড়াও মিলাদুন্নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হামদ-নাত, তসসবিহ-তাহলিল ও কুরআন খতমসহ বিভিন্ন কর্মসূচী পালন করা হয়।

দেশ ও মুসলিম বিশ্বের সার্বিক কল্যাণ কামনায় আখেরী মোনাজাত পরিচালনা করেন; দরবার শরীফের পরিচালক, মাহফিলের সভাপতি পীরজাদা আলহাজ্ব এয়ার কমোডর অব: জাহেদ কুদ্দুস।

Leave a Reply

Your email address will not be published.