ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ গত বুধবার(২৬ ফেব্রুয়ারি) বিকেলে কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের উত্তরপাড়া নামক স্থানে অবৈধভাবে পাহাড় কাটার দায়ে পরিবেশ সংরক্ষণ আইনে ৩ জনকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

সাজা প্রাপ্তগণ হচ্ছেন, মোঃ জাকির হোসেন(৪০),আশিক (২৪) ও মোঃ রুবেল (৩০)। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ গোলাম সরওয়ার।