ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ গত সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে অফিসার ইনচার্জ কসবা থানা মোহাম্মদ আব্দুল কাদের এর নেতৃত্বে এসআই মোঃ ইউনুছ মিয়া সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে কসবা উপজেলার মেহারী ইউনিয়নের সিমরাইল সাতপাড়া গ্রামের জৈনক সিন্টু মিয়ার দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার সহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামীগন হচ্ছেন,কুমিল্লার হায়দারাবাদ গ্রামের মৃত আব্দুর রহিমের পুত্র মোঃ রমজান আলী(৩৮) , ব্রাহ্মণবাড়িয়ার বাহাদুরপুর গ্রামের ধন মিয়ার পুত্র মোঃ খাইরুল (৩০) এবং কুমিল্লার শিংগাইল গ্রামের জহিরুল ইসলামের পুত্র মোঃ জনি ( ৩১)। এ ব্যাপারে কসবা থানায় মাদক আইনে একটি মামলা করা হয়েছে।