কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ গত বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে আনন্দঘন পরিবেশে কসবাস্থ সিডিসি স্কুলের ৩৯ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরনী অনুষ্ঠান সিডিসি স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।

সিডিসি স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক ও কসবা প্রেসক্লাব সভাপতি মো:সোলেমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অফিসার ইনচার্জ কসবা থানা মোহাম্মদ আবদুল কাদের এর পক্ষে বক্তব্য রাখেন কসবা থানার এস আই মো:শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কসবা প্রেসক্লাব সহ সভাপতি নেপাল চন্দ্র সাহা,ডা: মো: বিল্লাল হোসেন চৌধুরী,পাক্ষিক সকালের সূর্য পত্রিকার নির্বাহী সম্পাদক তাছলিমা আক্তার কাকলি,আড়াইবাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো: গোলাম রব্বানী এবং তালতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক এস এফ আরফানুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সিডিসি স্কুল শিক্ষক মো: আল-আমিন ও আমিনুল ইসলাম দুলাল। অনুষ্ঠানে সিডিসি স্কুলের শিক্ষক – শিক্ষার্থী- অভিভাবক, সাংবাদিকসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।