শেওড়াপাড়া কাঁচাবাজারে আগুন, ৪৫মিনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

প্রশান্তি ডেক্স ॥ রাজধানীর মিরপুরের শেওড়াপাড়া কাঁচাবাজারে আগুন লাগার ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার দিবাগত রাতে এই ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিস সদস্যদের ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণেও এসেছে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়। রাত সাড়ে ৩টার দিকে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের ডিউটি কর্মকর্তা রাকিবুল ইসলাম বলেন, রাত ২টা ৪২ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়।

নিয়ন্ত্রণকক্ষের তথ্য অনুসারে, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট। রাত ৩টা ২৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

তবে কোনও হতাহতের তথ্য এখনও জানা যায়নি। এছাড়া আগুনের সূত্রপাত কীভাবে সে তথ্যও জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

Leave a Reply

Your email address will not be published.