চাঁদ দেখা গেছে, সৌদি আরবে আজ (শনিবার) রোজা শুরু; বাংলাদেশ শুরু রবিবার

প্রশান্তি ডেক্স ॥ সৌদি আরবে গত শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। আজ শনিবার থেকে দেশটিতে রোজা শুরু হচ্ছে। সৌদি আরবের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ ঘোষণা দিয়েছে। সেই হিসেবে বাংলাদেশে রোজা শুরু হবে আগামী রবিবার থেকে। তবে বাংলাদেশের কোন কোন অঞ্চলে সৌদি আরবের সঙ্গে মিল রেখে আজ থেকে রোজা শুরু করেছেন কতিপয় অঞ্চলের মানুষ।

সংবাদমাধ্যম গালফ নিউজের খবরে বলা হয়েছে, সৌদি আরবে আকাশ মেঘাচ্ছন্ন থাকায় চাঁদের দেখা পেতে কিছুটা দেরি হয়। এরপর চাঁদ দেখা গেলে রোজা শুরুর ঘোষণা দেওয়া হয়। গত শুক্রবার থেকে দেশটিতে এশার নামাজের পর তারাবিহ শুরু হবে।

এর আগে মালয়েশিয়া, ফিলিপাইন, ব্রুনেই ও জাপানে আগামী রবিবার থেকে রমজান শুরু হবে বলে ঘোষণা দেয় দেশগুলোর সরকার। অস্ট্রেলিয়া ও ওমানে রমজান শুরু হচ্ছে আজ থেকে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ দেশবাসীকে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন।

বাসসের খবরে বলা হয়েছে, বাংলাদেশে আজ পবিত্র রমজানের চাঁদ দেখা কমিটির সভা হওয়ার কথা রয়েছে। রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সভাকক্ষে সন্ধ্যা ছয়টায় এ সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।

Leave a Reply

Your email address will not be published.