কাফরুলে গণধর্ষণ মামলার পলাতক আসামি আরিফ গ্রেফতার

প্রশান্তি ডেক্স ॥ রাজধানীর কাফরুল এলাকায় ঘটে যাওয়া গণধর্ষণ মামলার পলাতক আসামি মো. নজরুল ইসলাম আরিফকে (৪৮) নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করেছে র‍্যাব।

গত মঙ্গলবার (৪ মার্চ) র্যাব ১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার এ তথ্য জানান।

তিনি জানান, গণধর্ষণের শিকার ভুক্তভোগী নারী (২৭) নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন এলাকায় বসবাস করতেন এবং স্বামী অসুস্থ হওয়ায় বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করে জীবিকা নির্বাহ করতেন। একই এলাকায় বসবাসকারী নজরুল ইসলাম আরিফ ও তার সহযোগীরা তাকে মালয়েশিয়ায় একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে ৭০-৮০ হাজার টাকা বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে দুই লাখ টাকা ও পাসপোর্ট জমা নেয়।

গত ২ ফেব্রুয়ারি বিকাল ৪টায় তাকে গার্মেন্টস প্রশিক্ষণের কথা বলে রাজধানীর কাফরুল থানার গোল্ডেন আবাসিক হোটেলের পঞ্চম তলায় নিয়ে যায় আরিফ ও তার সহযোগীরা। আরিফসহ অন্যান্য আসামিরা তাকে একটি কক্ষে নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষণ করে। ধর্ষণের পর আসামিরা হুমকি দেয় যে, তারা তাকে বিদেশে পাচার করে পতিতাবৃত্তিতে বাধ্য করবে। পরদিন সকাল সাড়ে ৮টায় ভয়ভীতি দেখিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়। 

পরবর্তীতে ভুক্তভোগী তার পরিবারের সদস্যদের ঘটনাটি জানান। পরিবারের সঙ্গে আলোচনার পর তিনি কাফরুল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলার পর আসামিরা আত্মগোপনে চলে যায়। মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিদের গ্রেফতারে র‍্যাব-১০ এর কাছে সহযোগিতা চেয়ে আবেদন করেন।

এরপর র‍্যাব-১০ ও র‍্যাব-১১ যৌথ অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্য-প্রযুক্তির সহায়তায় গত সোমবার (৩ মার্চ) বিকালে নারায়ণগঞ্জ সদর থানাধীন খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় অভিযান চালিয়ে নজরুল ইসলাম আরিফকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আসামিকে আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published.