পরিবর্তন হচ্ছে বঙ্গবন্ধু স্যাটেলাইটের নাম

প্রশান্তি ডেক্স ॥ উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের (বিএসসিএল) ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-১’ নাম পরিবর্তন করে ‘বাংলাদেশ স্যাটেলাইট-১’ করা হয়েছে।

গত মঙ্গলবার (৪ মার্চ) বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের (বিএসসিএল) জনসংযোগ মুখপাত্র ওমর হায়দার এ তথ্য জানিয়েছেন।

এ ছাড়া গাজীপুরে সজীব ওয়াজেদ উপগ্রহ ভূকেন্দ্র ও বেতবুনিয়ায় সজীব ওয়াজেদ উপগ্রহ ভূকেন্দ্র— এই দুটি স্থাপনার নাম পরিবর্তন করে যথাক্রমে প্রতিষ্ঠাকালীন নাম প্রাইমারি উপগ্রহ ভূকেন্দ্র, গাজীপুর ও সেকেন্ডারি উপগ্রহ ভূকেন্দ্র, বেতবুনিয়া নামকরণ করা হয়েছে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের ডাক ও টেলিযোগাযোগ বিভাগ থেকে এক চিঠিতে স্যাটেলাইটের নাম পরিবর্তনে প্রধান উপদেষ্টার অনুমোদনের বিষয়টি জানানো হয়। আন্তর্জাতিক পরিসরের জন্য স্যাটেলাইট ইন্ডাস্ট্রির নিয়মনীতি অনুসরণ করে নাম পরিবর্তন সংক্রান্ত যাবতীয় কার্যক্রম বিএসসিএল শুরু করেছে।

উল্লেখ্য, এখন থেকে স্যাটেলাইটের যাবতীয় কার্যক্রম নতুন নামে পরিচালিত হবে বলেও জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.