হাতির ঝিলে চলন্ত গাড়িতে আগুন, দীর্ঘ যানজট

প্রশান্তি ডেক্স ॥ রাজধানীর হাতিরঝিলে ব্রিজের ওপর একটি চলন্ত গাড়িতে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় ১ ঘণ্টা পর ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ হতাহত না হলেও সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

গত মঙ্গলবার (৪ মার্চ) দুপুর ১২টা ২৫ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পাওয়ার পরপরই তেজগাঁও ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। তবে দুপুর ১টা ১৫ মিনিটে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছে।

ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার লিমা খানম জানান, “রাজধানীর হাতিরঝিলে একটি ওভারপাসে ওঠার মুখে চলন্ত একটি মাইক্রোবাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আমরা ১২টা ২৫ মিনিটে খবর পাই এবং সঙ্গে সঙ্গেই দুটি ইউনিট পাঠাই। কিন্তু তীব্র যানজটের কারণে ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হয়েছে।”

হাতিরঝিল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জিহাদুল ইসলাম জানান, হাতিরঝিলের ওভারপাসে হঠাৎ করেই মাইক্রোবাসটির ইঞ্জিন থেকে ধোঁয়া বের হতে থাকে। কিছুক্ষণের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে, এবং মুহূর্তের মধ্যে গাড়িটি দাউ দাউ করে জ্বলে ওঠে। আশপাশের গাড়িগুলো দ্রুত সরে গেলে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। তবে আগুনের ফলে ওভারপাস দিয়ে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়, যার প্রভাব পড়ে আশপাশের এলাকাতেও।

একজন প্রত্যক্ষদর্শী বলেন, “আমরা প্রথমে ধোঁয়া দেখতে পাই, এরপর আগুন জ্বলে ওঠে। চালক দ্রুত গাড়ি থেকে বেরিয়ে আসতে সক্ষম হন, ফলে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। কিন্তু আগুন দ্রুত ছড়িয়ে পড়ে, আর রাস্তার ওপর যানজট তৈরি হয়।”

এ ঘটনায় হাতিরঝিল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাজু বলেন, “যান্ত্রিক ত্রুটির কারণে মহানগর ব্রিজের ওপরে একটি প্রাইভেটকারে আগুন ধরে যায়। আগুন নেভানোর কাজ চলছে এবং এখন পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। তবে নিরাপত্তার স্বার্থে আপাতত ওই ব্রিজ দিয়ে যান চলাচল বন্ধ রাখা হয়েছে।”  

ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, রাজধানীর ব্যস্ততম এলাকাগুলোর মধ্যে হাতিরঝিল অন্যতম। এ ধরনের জরুরি পরিস্থিতিতে যানজটের কারণে উদ্ধার কাজ ব্যাহত হয়। তারা অনুরোধ করেছেন, যেন ফায়ার সার্ভিসের গাড়িগুলো চলাচলের জন্য পর্যাপ্ত জায়গা রাখা হয়।

ফায়ার সার্ভিস ও পুলিশের পক্ষ থেকে চালকদের বিকল্প পথ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে, যাতে যানজট কমে এবং উদ্ধার কাজ দ্রুত শেষ করা যায়।

এই ঘটনার পর যানবাহন চালকদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। বিশেষ করে গরমের সময় যানবাহনের রক্ষণাবেক্ষণ ঠিকমতো না হলে এ ধরনের দুর্ঘটনার ঝুঁকি বাড়ে বলে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন। গাড়ির ইঞ্জিন, গ্যাস সিলিন্ডার ও বৈদ্যুতিক সংযোগ নিয়মিত পরীক্ষা করার পরামর্শ দেওয়া হয়েছে, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়ানো যায়।

বর্তমানে মহানগর ব্রিজ দিয়ে যান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। চালকদের বিকল্প পথ ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.