গভীর রাতে ইউক্রেনের হামলা, ৮৮টি ড্রোন ধ্বংসের দাবি রাশিয়ার

প্রশান্তি আন্তর্জাতিক ডেক্স ॥ রাশিয়ায় গভীর রাতে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। রুশ বিমান বাহিনী গত রবিবার (৯ মার্চ) জানিয়েছে, ৮৮টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে। তবে হামলায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বেলগোরোদ অঞ্চলে সীমান্তের কাছে ৫২টি ড্রোন ধ্বংস করা হয়েছে। লিপেটস্ক অঞ্চলে ১৩টি এবং রোস্টোভ অঞ্চলে ৯টি ড্রোন ধ্বংস করা হয়েছে।

অবশিষ্ট ইউক্রেনীয় ড্রোনগুলো ভোরোনেয, আস্ট্রাখান, ক্রাসনোডার, রিয়াযান ও কুরস্ক অঞ্চলে ধ্বংস করা হয়েছে।

লিপেটস্ক ও রিয়াযান অঞ্চলের গভর্নররা জানিয়েছেন, গভীর রাতে তাদের এলাকায় বিমান হামলার সতর্ক সংকেত জারি করা হয়েছিল। তবে এখন পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

রাশিয়ার উড়োজাহাজ চলাচল নিয়ন্ত্রক সংস্থা রোসাভিয়াটসিয়া জানিয়েছে, নিরাপত্তা নিশ্চিত করতে রাতভর আস্ট্রাখান, নিজনি নোভগোরোদ ও কাজানের বিমানবন্দর কয়েক ঘণ্টার জন্য বন্ধ রাখা হয়েছিল।

এদিকে, কিছু অনানুষ্ঠানিক রুশ সংবাদমাধ্যমের দাবি, রিয়াযান ও লিপেটস্কের তেল শোধনাগারকে লক্ষ্য করে হামলা চালিয়েছে কিয়েভ।

ইউক্রেনের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা পরিষদের অধীন সেন্টার ফর কাউন্টারিং ডিসইনফরমেশনের প্রধান লেফটেন্যান্ট আন্দ্রি কোভালেঙ্কো দাবি করেন, লিপেটস্কের নোভোলিপেতস্ক মেটালার্জিক্যাল প্ল্যান্ট হামলার শিকার হয়েছে। তবে তিনি কোনও প্রমাণ পেশ করেননি কিংবা সরাসরি ইউক্রেনীয় ড্রোনের সম্পৃক্ততার কথা উল্লেখ করেননি।হামলার লক্ষ্যবস্তু এখনও স্বাধীনভাবে যাচাই করতে পারেনি রয়টার্স।

Leave a Reply

Your email address will not be published.