প্রশান্তি ডেক্স ॥ সহজে জাকাতের হিসাব বের করতে সরকারিভাবে নির্মিত একটি অনলাইন ক্যালকুলেটরের কথা অনেকেই জানেন না। যাদের সম্পদের বৈচিত্র্য অনেক, তাদের জন্য খাতা-কলম নিয়ে দীর্ঘ সময় ব্যয় করে জাকাতের হিসাব করার কষ্ট করতে হবে না। একটি ফরমে আপনার সম্পদের ধরন ও পরিমাণ লিখুন, স্বয়ংক্রিয়ভাবে আপনার হিসাব প্রস্তুতি হয়ে যাবে।

আপনার সঞ্চিত স্বর্ণ, রুপা, নগদ টাকা ও অন্যান্য সম্পদের পরিমাণ উল্লেখ করে ফরমটি পূরণ করুন। দেনা-পাওনা ও যেসব সম্পদ জাকাতের আওতার বাইরে সেগুলোকে এখানে www.ezakat.gov.bd/#/zakat-calculation নির্ধারিত ফরমে উল্লেখ করুন। জাকাত ক্যালকুলেটর আপনার মোট সঞ্চিত সম্পদ ও পাওনা টাকা স্বয়ংক্রিয়ভাবে যোগ করে যোগফল থেকে জাকাতের আওতার বাইরের সম্পদ ও দেনা বিয়োগ করে আপনার সঠিক প্রদেয় জাকাতের পরিমাণ হিসাব করে দেবে নির্ভুলভাবে। জাকাতের হিসাব ও ফলাফল পিডিএফ ফাইল ফরম্যাটে ডাউনলোড করুন অথবা প্রিন্ট করে নিন। এক নজরে দেখে নিন, কী কী আছে জাকাত ক্যালকুলেটরে হিসাব করার অপশন।
১. নগদ টাকা (৫২.৫ তোলা /৬১৩ গ্রাম রুপা বা সম পরি মান বাজার মূল্য) হাতে রক্ষিত নগদ অথবা ব্যাংকে গচ্ছিত অর্থ শেয়ারের বর্তমান বাজার মূল্য সঞ্চয়পত্র ও প্রাইজবন্ড
২. স্বর্ণ /রুপা (৭.৫ তোলা স্বর্ণ / ৮৮ গ্রাম বা ৫২.৫ গ্রাম রুপা বা সমপরিমাণ বাজার মূল্য) স্বর্ণ বা স্বর্ণের অলংকার রুপা বা রুপার অলংকার
৩. বাণিজ্যিক সম্পদ (৫২.৫ তোলা/৬১৩ গ্রাম রুপা বা সমপরিমাণ বাজার মূল্য) বাণিজ্যিক পণ্যের বাজার মূল্য ব্যবসার উদ্দেশ্যে জমি, বাড়ি, ফ্ল্যাট, গাড়ির বাজার মূল্য
৪. উৎপাদিত কৃষিজাত ফসল (বৃষ্টিতে ১/১০ বা সেঁচে ১/২০ অংশ) বৃষ্টির পানিতে উৎপাদিত কৃষিজাত পণ্যের বাজার মূল্য সেচের পানিতে উৎপাদিত কৃষিজাত পণ্যের বাজার মূল্য
৫. পশুসম্পদ ভেড়া বা ছাগল প্রভৃতি টাকার পরিমাণ গরু মহিষ ও অন্যান্য পশু টাকার পরিমাণ ব্যবসার উদ্দেশ্যে মৎস্য চাষ ব্যবসার উদ্দেশ্যে হাঁস মুরগি পালন
উল্লেখ্য ক. ভেড়া বা ছাগল ১ থেকে ৩৯টি পর্যন্ত জাকাত প্রযোজ্য নয়। ৪০ থেকে ১২০টি পর্যন্ত ১টি ভেড়া/ছাগল, ১২১-২০০টি পর্যন্ত ২টি ভেড়া/ছাগল, ২০১ থেকে ৩০০টি পর্যন্ত ৩টি ভেড়া/ছাগল, এর অতিরিক্ত প্রতি ১০০টির জাকাত ১টি করে ভেড়া/ছাগল।
খ. গরু, মহিষ ও অন্যান্য গবাদিপশুর ক্ষেত্রে ১ থেকে ২৯টি পর্যন্ত জাকাত প্রযোজ্য নয়। ৩০ থেকে ৩৯টি পর্যন্ত এক বছর বয়সী ১টি বাছুর, ৬০টি এবং ততোধিক হলে প্রতি ৩০টির জন্য ১ বছর বয়সী এবং প্রতি ৪০টির জন্য ২ বছর বয়সী বাছুর।
গ. ব্যবসার উদ্দেশ্যে মৎস্য চাষ, হাঁস-মুরগি পালন – এর উদ্দেশ্যে ক্রয়কৃত জমি, নির্মিত বাড়ি প্রভৃতির বাজার মূল্যের হিসাব হবে যেমন-৫২ তোলা রুপা (৬১৬.৩৬ গ্রাম) এর বাজার মূল্যের ২.৫% অর্থ।
জাকাতের হিসাব মোট সম্পদ(টাকা) জাকাতের পরিমাণ(টাকা)
নগদ অর্থ (মোট অর্থের শতকরা ২.৫%)
স্বর্ণ বা রুপা (মোট অর্থের শতকরা ২.৫%)
বাণিজ্যিক সম্পদ (মোট অর্থের শতকরা ২.৫%)
উৎপাদিত কৃষিজাত ফসল (বৃষ্টিতে ১/১০ অংশ বা সেচে ১/২০ অংশ)