কানাডার ধাতুর ওপর ৫০শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়ে প্রত্যাহার করলেন ট্রাম্প

প্রশান্তি আন্তর্জাতিক ডেক্স ॥ কানাডার ওপর মার্কিন প্রেসিডেন্টের শুল্ক আরোপ নিয়ে পরস্পরবিরোধী ঘোষণায় আর্থিক বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। গত মঙ্গলবার (১১ মার্চ) এক ঘোষণায় কানাডার ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর শুল্ক দ্বিগুণ করে ৫০ শতাংশে উন্নীত করার কথা জানান তিনি। তবে কয়েকঘণ্টা পরই এই সিদ্ধান্ত থেকে সরে আসে যুক্তরাষ্ট্র। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

কানাডার পক্ষ থেকে এক হুমকির ধারাবাহিকতায় এই ঘটনাপ্রবাহ দেখা দেয়। অন্টারিও প্রিমিয়ার ডগ ফোর্ড বলেন, কানাডার রফতানি পণ্যের ওপর শুল্ক প্রত্যাহার না করলে যুক্তরাষ্ট্রে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হবে। এ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ট্রাম্প বলেন, কানাডাকে যে শিক্ষা দেওয়া হবে, তা ইতিহাসের পাতায় স্থান করে নেবে। এরপরই ৫০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা করেন তিনি।

ট্রাম্পের হুমকিতে নমনীয় হয়ে যান ফোর্ড। সারচার্জ আদায় বা বিদ্যুৎ সরবরাহ বন্ধের চিন্তা বাদ দিয়ে মার্কিন অর্থমন্ত্রী হাওয়ার্ড লুটনিকের সঙ্গে গত বৃহস্পতিবার ওয়াশিংটনে বৈঠক করতে যাচ্ছেন তিনি।

এতে রণে ভঙ্গ দিয়ে হোয়াইট হাউজ জানায়, ৫০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত থেকে সরে আসছে তারা। যুক্তরাষ্ট্রের প্রতিবেশী কানাডা ও মেক্সিকোর ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর ২৫ শতাংশ এবং অন্যান্য দেশের ওপর ধার্যকৃত শুল্ক গত বুধবার থেকে কার্যকর হবে। এই সিদ্ধান্তে কেউ ছাড় পাবে না বলেও স্মরণ করিয়ে দেওয়া হয় ওই বিবৃতিতে।

হোয়াইট হাউজের মুখপাত্র কুশ দেশাই এক বিবৃতিতে বলেছেন, যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক শক্তির জোরে প্রেসিডেন্ট ট্রাম্প আবারও জনগণের জয় নিশ্চিত করেছেন। তার পূর্ববর্তী নির্বাহী আদেশ অনুসারে, ১২ মার্চ রাত ১২টা থেকে কানাডাসহ আমাদের সব বাণিজ্যিক অংশীদারের ওপর ২৫ শতাংশ শুল্ক কার্যকর হবে।

মার্কিন- কানাডা বাণিজ্য দ্বন্দ্বের এই টানাপোড়েনে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। ট্রাম্পের ঘোষণার পর শেয়ারবাজারে ব্যাপক পতন ঘটে, তবে ফোর্ড সারচার্জ স্থগিত করার ঘোষণা ও ইউক্রেনের ৩০ দিন যুদ্ধবিরতি প্রস্তাবে সম্মতি জানানোর পর বাজার কিছুটা স্থিতিশীল হয়।

অবশ্য বাজারের অস্থিরতা নিয়ে উদ্বিগ্ন নন বলে দাবি করেছেন ট্রাম্প। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেছেন, বাজারে এখন কিছুদিন উল্লম্ফন ও পতন ঘটবে। তবে অর্থনীতি পুনর্গঠনের জন্য তার প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে হবে।

Leave a Reply

Your email address will not be published.