ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ গত শনিবার (১৫ মার্চ) সকালে কসবা পৌরসভার উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পৌর কার্যালয়ের সামনে গরিব ও দুস্থ ৭৮৯ টি পরিবারের মাঝে ডিজিএফ খাদ্য শস্যের আওতায় প্রত্যেক পরিবারকে ১০ কেজি করে ৩০৮১ কেজি চাল বিতরণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ ছামিউল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন কসবা পৌর সভার হিসাব রক্ষক বশির আহমেদ ও উপজেলার বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা, পৌরসভার কর্মকর্তা-কর্মচারীগণ সহ সাংবাদিকবৃন্দ।