কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ গত বুধবার (১৯ মার্চ) রাত ৮ টায় অফিসার ইনচার্জ কসবা থানা মোহাম্মদ আব্দুল কাদের এর নেতৃত্বে এসআই সুজন চন্দ্র মজুমদার সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে কসবা পৌর এলাকার গুরুহিত টু তালতলা পাকা রাস্তার উপর থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ৩ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হচ্ছে কুমিল্লা জেলার বাঙ্গারা বাজার থানার দেওড়া মধ্যপাড়া গ্রামের মৃত: খোরশেদ মিয়ার পুত্র এয়ার হোসেন (৩৫), ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার আহাম্মদপুর গ্রামের আহাদ মিয়ার পুত্র শফিকুল ইসলাম (৩০) ও একই গ্রামের মৃত ইর মিয়ার পুত্র রাসেল (২৫)।
এ ব্যাপারে কসবা থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।