ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ গত শুক্রবার (১৪ মার্চ) সন্ধ্যায় অফিসার ইনচার্জ কসবা থানা মোহাম্মদ আব্দুল কাদের এর নেতৃত্বে এসআই মোহামমদ ফারুক হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ অভিযান চালিয়ে কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের চাপিয়া পশ্চিম পাড়ার মোঃ মাসুক মিয়ার বসত ঘর থেকে ২০ কেজি গাজা উদ্ধার সহ মাসুক মিয়ার স্ত্রী কলি আক্তার (২০) কে গ্রেফতার করা হয়। অপরদিকে গত শুক্রবার (১৪ মার্চ) রাত ৮ ঘটিকার কসবা উপজেলার কায়েমপুর ইউনিয়নের গঙ্গানগর গ্রামের মোঃ ফেরদৌস হাসানের বসত ঘর থেকে ৯৭ বোতল ইসকাপ সিরাপ উদ্ধার করা হয়।

এ সময় গঙ্গানগর গ্রামের মোঃ জামাল উদ্দিন এর ছেলে ফেরদৌস হাসান (২৪) কে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে কসবা থানায় পৃথক মাদক আইনে মামলা করা হয়েছে।