ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ গত মঙ্গলবার (১৮ মার্চ) রাত ৭-৪৫ মিনিটে অফিসার ইনচার্জ কসবা থানা মোহাম্মদ আব্দুল কাদের এর নেতৃত্বে এসআই সোহেল সিকদার সঙ্গীয় এসআই মোহাম্মদ ফারুক হোসেন ফোর্স সহ অভিযান চালিয়ে নয়নপুর টু কসবা সড়কে টি,আলী বাড়ি মোড়ে ঢাকা বেকারির সামনে থেকে ৫৬ কেজি গাজা ও একটি সাদা পিকআপ ভ্যান গাড়ি উদ্ধার সহ একজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামী হচ্ছে কসবা উপজেলার কায়েমপুর ইউনিয়নের রাজবল্লভপুর গ্রামের মৃত সুজত আলী সর্দারের ছেলে মোঃ রুৃহুল আমিন ( ৩৪)। এ ব্যাপারে কসবা থানা গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।