ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ গত শনিবার (১৬ মার্চ) সকালে অফিসার ইনচার্জ কসবা থানা মোহাম্মদ আব্দুল কাদের এর নেতৃত্বে এসআই মোহামমদ সোহেল সিকদার সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে কসবা পৌর এলাকার গুরুহিত টু তালতলা রোডে তালতলা কালবাটের উপর থেকে ৮ বোতল বিদেশী মদ উদ্ধার সহ দুই জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে পৌর এলাকার তারাপুর পূর্ব পাড়া গ্রামের আবু তাহের মিয়ার পুত্র আলমগীর (৩০) ও একই গ্রামের আবুল হাশেমের পুত্র মোঃ শাহীন (৪২)।

এ ব্যাপারে কসবা থানায় মামলা হয়েছে।