প্রশান্তি আন্তর্জাতিক ডেক্স ॥ ব্রিটেনে পূর্ব লন্ডনের বাঙালি অধ্যুষিত এলাকা টাওয়ার হ্যামলেটস ও হোয়াইটচ্যাপেলে সিন্থেটিক গাঁজার আসক্তি উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। অবৈধ রাসায়নিকে তৈরি ভেইপ জুস ও নকল সিবিডি ভেইপ প্রকাশ্যেই বিক্রি হচ্ছে। অনুসন্ধানে জানা গেছে, বিভিন্ন ক্ষতিকারক রাসায়নিক মিশিয়ে স্থানীয়ভাবে এসব মাদক তৈরি করা হয়।

কৃত্রিম গাঁজা কী? : কৃত্রিম গাজা বা সিন্থেটিক ক্যানাবিনয়েড বৈজ্ঞানিকভাবে সিন্থেটিক ক্যানাবিনয়েড রিসেপ্টর অ্যাগোনিস্ট নামে পরিচিত। এটি বহুল পরিচিত এলএসডির মতো সাইকেডেলিক মাদক। এর প্রভাবে মানুষের মধ্যে হ্যালিউসিনেশনের লক্ষণ দেখা দিতে পারে। প্রাকৃতিক গাঁজার প্রভাব অনুকরণ করার জন্য এই রাসায়নিক তৈরি করা হয়।
যুক্তরাজ্যে কৃত্রিম গাঁজার বিস্তার : যুক্তরাষ্ট্রে একাধিক রাজ্যে গাঁজা বৈধ করার পর যুক্তরাজ্যেও কৃত্রিম গাঁজাভিত্তিক ভেইপ ও ভেইপ তরলের বিক্রি বেড়েছে। যুক্তরাষ্ট্রে অনিয়ন্ত্রিত গাঁজা ভেইপিংয়ের কারণে মৃত্যুর ঘটনাও ঘটেছে। টিএইচসি (টেট্রাহাইড্রোক্যানাবিনল) এবং সিবিডি (ক্যানাবিডিওল) ভেইপ ব্যবহারকারীরা বিপজ্জনকভাবে নেশাগ্রস্ত হয়ে পড়ছে।
সিবিডি (ক্যানাবিডিওল) গাঁজা গাছে প্রাকৃতিকভাবে পাওয়া একটি রাসায়নিক উপাদান। এটি ব্যথা উপশমের বিকল্প চিকিৎসা হিসেবে ব্যাপকভাবে বাজারজাত করা হয়। তবে বিশেষজ্ঞরা বলছেন, সিবিডি পণ্যগুলোতে রাসায়নিকের পরিমাণ নির্ধারিত মাত্রার চেয়ে বেশি থাকতে পারে এবং কিছু পণ্যে ক্ষতিকারক রাসায়নিকও মিশ্রিত থাকে।
যুক্তরাজ্যের বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, গাঁজার টিএইচসি ভেইপ ব্যবহারকারীরা শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে জাইলাজিন নামক একটি অত্যন্ত ক্ষতিকর পদার্থ গ্রহণের ঝুঁকিতে রয়েছেন। এই পদার্থটি মূলত ঘোড়া ও গরুর মতো বড় প্রাণীদের শান্ত করার জন্য ব্যবহৃত হয়। ফলে এটি গ্রহণে মানুষের ওপর ক্ষতিকর প্রভাব যে মারাত্মক হবে সেটা আর বলার অপেক্ষা রাখে না।
স্বাস্থ্যঝুঁকি : কৃত্রিম গাঁজা ব্যবহারকারীদের মধ্যে যকৃৎ, দাঁত, গলার সংক্রমণ এবং অন্যান্য গুরুতর স্বাস্থ্য সমস্যা দেখা দিচ্ছে। বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়েছেন, এই আসক্তি যুবসম্প্রদায়ের জন্য ধ্বংসাত্মক হয়ে উঠতে পারে।
ব্রিটিশ-বাংলাদেশি তরুণ এমনকি মধ্যবয়সীদের মধ্যেও এই মাদকের ব্যবহার উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। কয়েকজন ব্যবহারকারীর দাবি, এই মাদক সেবনের পর তারা সাময়িকভাবে শারীরিক ও যৌন উত্তেজনা অনুভব করেন।
তবে কৃত্রিম গাঁজা আসল গাঁজার চেয়েও ক্ষতিকর। এটি ব্যবহারকারীদের মধ্যে প্যারানয়া, হ্যালুসিনেশন এবং গুরুতর মানসিক সমস্যা সৃষ্টি করতে পারে।
বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ চিকিৎসক ডা. আনোয়ারা আলী বলেছেন, সাধারণ ভেইপও তো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আর গাঁজা বা কৃত্রিম গাঁজাযুক্ত এসব ভেইপের ক্ষতি আরও বেশি। এ বিষয়ে সমাজে সচেতনতা সৃষ্টি জরুরি।
ব্রিটিশ সরকারের আইনি পদক্ষেপ : নতুন ধরনের মাদক নিয়ন্ত্রণে ব্রিটেনে ওষুধ অপব্যবহার সংক্রান্ত উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে একটি নতুন সুপারিশ করা হয়েছে। জাইলাজিন রাসায়নিককে ক্লাস সি ড্রাগ হিসেবে শ্রেণিবদ্ধ করার প্রস্তাব করেছেন তারা। এটি অনুমোদিত হলে, এই মাদক বহনের জন্য দুই বছর এবং বিক্রির জন্য ১৪ বছর কারাদণ্ড হতে পারে।