দুই দিনে গণমাধ্যমে ১৪টি ধর্ষণের খবর: মহিলা পরিষদের উদ্বেগ

প্রশান্তি ডেক্স ॥  গত ১৯ মার্চ ও ২০ মার্চ দুই দিনে দেশে বিভিন্ন গণমাধ্যমে তিনটি সংঘবদ্ধ ধর্ষণ ও ১১টি ধর্ষণের খবর প্রকাশ হয়েছে। এসময় আরও ছয়টি ধর্ষণচেষ্টা এবং একটি যৌন নির্যাতনের খবরও প্রকাশ হয়েছে। এরমধ্যে ধর্ষণের পর হত্যার শিকার হয়েছেন এক গৃহবধূ। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে নারী ও কন্যাদের প্রতি এমন ধর্ষণ, সংঘবদ্ধ ধর্ষণ, যৌন নিপীড়ন ও ধর্ষণের ভিডিও ধারণের ঘটনাগুলোতে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে বিবৃতি দিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ।

এসব ঘটনার মধ্যে গত ১৯ মার্চ গণমাধ্যমে একটি সংঘবদ্ধ ধর্ষণ, ছয়টি ধর্ষণ, একটি যৌন নির্যাতন ও একটি ধর্ষণচেষ্টার খবর প্রকাশ পেয়েছে বলে জানিয়েছে মহিলা পরিষদ। এর পরের দিন ২০ মার্চ দুটি সংঘবদ্ধ ধর্ষণ, পাঁচটি ধর্ষণ ও পাঁচটি ধর্ষণচেষ্টার খবর প্রকাশ হয়েছে।

মহিলা পরিষদের বিবৃতিতে বলা হয়েছে, সম্প্রতি নারী ও কন্যাদের প্রতি ধর্ষণ, দলবদ্ধ ধর্ষণ, ধর্ষণের ভিডিও ধারণ ও যৌন নিপীড়নের ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। স্কুলের ছাত্রী থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি-পেশার নারীরাও দৈনন্দিন জীবনে নৃশংস সহিংসতার শিকার হচ্ছেন। চলমান এ সহিংসতার ঘটনায় নারী ও কন্যারা নিরাপত্তাহীনতায় ভুগছে এবং তাদের স্বাভাবিক জীবন ব্যাহত হচ্ছে। সেইসঙ্গে তাদের অগ্রযাত্রার পথে প্রতিবন্ধকতার কারণ হয়ে দাঁড়িয়েছে।

বাংলাদেশ মহিলা পরিষদ এই ঘটনাগুলোতে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে। সেইসঙ্গে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির মাধ্যমে নারী এবং কন্যার প্রতি সহিংসতার বিষয়ে শূন্যসহিঞ্চুতার (জিরো টলারেন্স) নীতি গ্রহণপূর্বক দ্রুত ব্যবস্থাগ্রহণ, একইসঙ্গে নারী ও কন্যাদের নিরাপত্তার বিষয়টি অধিকতর গুরুত্ব দিয়ে আশু কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবি জানিয়েছে সংস্থাটি।

বিবৃতিতে নারীর প্রতি সব প্রকার সহিংসতা ও অপতৎপরতা প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বানও জানানো হয়েছে।

এই দুই দিনে যেসব ঘটনা গণমাধ্যমে প্রকাশ হয়েছে, তার মধ্যে ১৯ মার্চের ঘটনাগুলোর মধ্যে রাজধানীর পল্লবীতে নারী সাংবাদিককে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ব্যাপক আলোচিত হয়েছে। এছাড়াও ঢাকায় আরও দুটি ধর্ষণের ঘটনা ঘটেছে। এরমধ্যে খিলক্ষেত মধ্যপাড়া এলাকায় ছয় বছরের শিশু ও ঢাকার নবাবগঞ্জে সাত বছর বয়সী মাদ্রাসাছাত্রী ধর্ষণের শিকার হয়েছে।

এছাড়াও নরসিংদী জেলার রায়পুরা উপজেলার এক গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ; রাজশাহীর তানোর উপজেলায় এক কলেজছাত্রীকে ধর্ষণ; ব্রাক্ষণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলায় এক কিশোরীকে ধর্ষণ এবং সিরাজগঞ্জের পৌর শহরের রামগতি মহল্লায় এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের খবর প্রকাশ পেয়েছে।

এছাড়াও এদিন চুয়াডাঙ্গা জেলার সদর উপজেলায় এক মাদ্রাসা পড়ুয়া ছাত্রীকে ধর্ষণের চেষ্টা এবং কুমিল্লার চান্দিনায় নারী এনজিওকর্মীকে যৌন নির্যাতনের ভিডিও করে টাকা আদায়েরও একটি ঘটনার কথা উল্লেখ করেছে মহিলা পরিষদ।

পরের দিন ২০ মার্চ বিভিন্ন গণমাধ্যমে যেসব খবর প্রকাশ হয়েছে, সেগুলোর মধ্যে পটুয়াখালীর দুমকি উপজেলায় এক ছাত্রীকে এবং বান্দরবান জেলার আলীকদমে অষ্টম শ্রেণীর এক স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনা প্রকাশ পেয়েছে।

 এছাড়াও এদিন যশোরে মোবাইল ফোনসেট কিনে দেওয়ার কথা বলে ১১ বছরের শিশুকে ধর্ষণ; ভোলার লালমোহন উপজেলায় চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে সাত বছরের শিশুকে ধর্ষণ; রংপুরের মিঠাপুকুরে ষষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ এবং চাঁদপুরের মতলব উপজেলায় এক গৃহবধূকে ধর্ষণের খবর প্রকাশ পেয়েছে। এছাড়া নরসিংদীর রায়পুরায় এক গৃহবধূকে ধর্ষণের পর হত্যার ঘটনার খবরও গণমাধ্যমে এসেছে।

আর পাবনার চাটমোহরে ‘খেলার কথা বলে’ চার বছরের শিশুকে, বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলায় ১১ বছরের এক শিশুকে এবং মোংলা জেলায় আট বছরের শিশুকে; রাঙামাটি জেলার লংগদু উপজেলার চার সানের জননীকে এবং রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলায় তিন বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা করা হয় বলেও জানিয়েছে গণমাধ্যমগুলো।

Leave a Reply

Your email address will not be published.