সাবেক এমপি মৃণাল কান্তি ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের ২মামলা

প্রশান্তি ডেক্স ॥ মুন্সীগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মৃণাল কান্তি দাস ও তার স্ত্রী নীলিমা কান্তি দাসের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

গত মঙ্গলবার (১৮ মার্চ) নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানান দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন। তাদের বিরুদ্ধে জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জন ও মানিলন্ডারিংয়ের অভিযোগ আনা হয়েছে।

দুদক মহাপরিচালক আক্তার হোসেন জানান, মুন্সীগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য মৃণাল কান্তি দাস জ্ঞাত আয়-বহির্ভূত এক কোটি ৫৫ লাখ ১৭ হাজার ২৩০ টাকার সম্পদ অর্জন করে সেটা ভোগ দখলে রেখেছেন। এছাড়া তার আটটি ব্যাংক হিসাবে ২ কোটি ৪০ লাখ ৯৯ হাজার ৯০৬ টাকার সন্দেহজনক লেনদেন করেছেন। এসব অভিযোগে দুদকের সহকারী পরিচালক মো. শাহজাহান মিরাজ বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

অপরদিকে তার স্ত্রী নীলিমা দাসের নামে এক কোটি ৪৫ লাখ ২৮ হাজার টাকার জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদের তথ্য পাওয়া গেছে। এছাড়াও তার নামে ৩০টি ব্যাংক হিসাবের মাধ্যমে তিনি ১৬ কোটি ১৯ লাখ ২৭ হাজার ৬৪১ টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্য পেয়েছে দুদকের অনুসন্ধান টিম। এসব অভিযোগে নীলিমা দাস ও তার স্বামী সাবেক সংসদ সদস্য মৃণাল কান্তি দাসকে আসামি করে পৃথক আরেকটি মামলা দায়ের করেন দুদকের উপসহকারী পরিচালক মোহাম্মদ জুলফিকার।

Leave a Reply

Your email address will not be published.