কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ কসবায় মাদক বিরোধী বিশেষ অভিযানে ৯৮ কেজি গাঁজা আটক করেন কসবা থানা পুলিশ। গত সোমবার (২৪ মার্চ)সকালে কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল কাদের এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন ভোররাতে কসবা থানাধীন বিলঘর-কুটি রোডের রানিয়ারা বিষ্ণুপুর মোড় এলাকায় অভিযান চালিয়ে ৯৮ কেজি গাঁজা আটক করে পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা মালগুলো ফেলে দ্রুত পালিয়ে যায়।
পলাতককৃত আসামিরা হল কসবা কুটি ইউনিয়নের নাহাউড়া গ্রামের জসীম উদ্দীন, কাইমপুর ইউনিয়নের কালতা দিঘীরপাড় গ্রামের রমজান প্রকাশ্যে মেজতা রমজান ও গঙ্গানগর গ্রামের রমজান মিয়া।
কসবা থানা অফিসার ইনচার্জ মোঃ আব্দুল কাদের বলেন, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তিনি আরো বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।