কসবা (ব্রাক্ষণবাড়িয়া) প্রতিনিধি ॥ গত শনিবার (২২ মার্চ) কসবা প্রেসক্লাবের উদ্যোগে সদ্য প্রয়াত কসবা প্রেসক্লাব সাবেক সাধারণ সম্পাদক মোঃ শাহআলম চৌধুরীসহ সংগঠনের সকল প্রয়াত সদস্যদের স্মরনে ইফতার ও দোয়া মাহফিল পাক্ষিক সকালের সূর্য কার্যালয়ে অনুষ্ঠিত হয়। কসবা প্রেসক্লাব সভাপতি মোঃ সোলেমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব ফিরোজ , অফিসার ইনর্চাজ কসবা থানার পক্ষে সেকেন্ড অফিসার মোঃ শফিকুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক শাহ মোঃ আফরানুল ইসলাম, সমাজকর্মী মোঃ খাইরুল রেজা শরীফ, কৃষি ব্যাংকের সাবেক ব্যবস্থাপক মানিক চন্দ্র রায়, কসবা প্রেসক্লাবের সহ-সভাপতি নেপাল চন্দ্র সাহা,কসবা প্রেস ক্লাবে সাবেক সাধারণ সম্পাদক মোঃ টিটু মুনসী, অর্থ সম্পাদক ও আমার দেশ পত্রিকার কসবা উপজেলা প্রতিনিধি অলিউল্লাহ সরকার অতুল, কসবা প্রেস ক্লাবের কার্যকরী সদস্য নাজমুল হক সজল, কসবা প্রেস ক্লাবের কার্যকরী সদস্য ও দৈনিক আমার সংবাদ,ডেলি পোস্ট ও সাপ্তাহিক প্রশান্তি পত্রিকার কসবা উপজেলা প্রতিনিধি ভজন আচার্য্য, কসবা প্রেসক্লাবের সদস্য,সাইদুর রহমান, বিজয় টিভির ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি মো: আনোয়ার হোসেন উজ্জ্বল, অন্যায়ের চিত্র পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ মোস্তফা,সাংবাদিক সালাম সোহেল সহ আরো অনেকেই ।

অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন শাহ মোঃ মাহফুজ।