ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলের সকলকে ঐক্যবদ্ধ করে আমরা রাস্ট্র পরিচালনা করবো — হাসনাত আব্দুল্লাহ

ভজন শংকর  আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ প্রধান অতিথির বক্তব্যে জাতীয় নাগরিক পাটির মূখ্য সংগঠক  হাসনাত আব্দুল্লাহ বলেন,ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলের সকলকে ঐক্যবদ্ধ করে আমরা রাস্ট্র পরিচালনা করবো। তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী আমাদের সার্বভোমত্বের রহ্মার্থে গত ৫ আগষ্ট আমাদের ছাত্র-জনতার পাশে ছিলেন। আমরা বলবো বাংলাদেশ সেনাবাহিনী কখনো জনগনের বিরুদ্ধে  যাবেনা। সেনাবাহিনী থেকে শুরু করে জুডিশিয়ারি ও বিভিন্ন ইনন্টিটিউশনের বিপহ্মে যাতে জনগন না যায আমরা সেভাবে ওই সকল প্রতিষ্ঠান সাজাবো। জনগনের হ্মমতা জনগনকেই ফিরিয়ে দিতে চাই এ শ্মোগানকে সামনে রেখে জাতীয় নাগরকি পাটি কসবা উপজেলা শাখা আয়োজিত জুলাই অভ্যুথথানে শহীদ পরিবার,আহত ও পরিবারের সদস্যসহ সকল শ্রেণি- পেশার গন-মানুষের প্রতিনিধীদের  সম্মানে ইফতার ও দোয়া মাহফিল গত সোমবার(২৪ মার্চ) কসবা মহিলা ডিগ্রী কলেজ প্রাঙ্গগে অনুষ্ঠিত হয়।

জাতীয় নাগরিক পাটি কসবা উপজেলা শাখার আহবায়ক  মোঃ মনিরুল হক মনিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ  অতিথি ছিলেন- জাতীয় নাগরিক পাটির যুগ্ম মূখ্য সংগঠক মোঃ আতাউল্লাহ ও সংগঠক ডাঃ আশরাফুল আলম সুমন । ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন-মাওলানা মোঃ আব্দুল হান্নান।

Leave a Reply

Your email address will not be published.