সাবেক আইনমন্ত্রীর ঘনিষ্ঠ মানিক চেয়ারম্যান গ্রেফতার

কসবা(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত কসবা পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান ছায়েদুর রহমান মানিক(৪৭)কে পুলিশ গ্রেপ্তার করেছে। গত মঙ্গলবার (২৫ মার্চ) ভোর রাতে তাকে তাঁর বসত ঘর হতে গ্রেফতার করা হয়। মানিক ইউনিয়নের আকছিনা গ্রামের মৃত ক্যাপ্টেন (অব.) আব্দুর রউফের সন্তান। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মোহাম্মদ আবদুল কাদের।

পুলিশ জানায়, আটক মানিকের নামে কসবা থানায় একটি বিষ্ফোরক আইনে মামলা রয়েছে , গত বছরের নভেম্বর মাসে ছাত্রদল নেতা সিরাজুল হক ইমু বাদী হয়ে মামলাটি দায়ের করেন, সে মামলার ২৪ নং এজাহার নামীয় আসামী মানিক। স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৬ থেকে বর্তমান পর্যন্ত একাধারে  মানিক মিয়া কসবা পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে বহাল আছেন ও সে তিনবার একাধারে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন । সে সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের একান্ত ঘনিষ্ঠজন ছিলেন। গ্রেফতারের বিষয়ে জানতে চাইলে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবদুল কাদের আমার সংবাদকে বলেন,  গ্রেপ্তারকৃত মানিক চেয়ারম্যানের নামে একটি বিষ্ফোরক আইনে মামলা থাকায় অপারেশন ডেভিল হান্টে তাকে গ্রেফতার করা হয়েছে ও বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হবে।

Leave a Reply

Your email address will not be published.