কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ গত শুক্রবার (৪ এপ্রিল) রাত নয়টায় কসবা পৌর এলাকার শাহপুর ব্রিজের নিচে সরকারি খাল এক্সকেভেটর দিয়ে ভরাট করার অপরাধে সজল মিয়াঁ (৩১) কে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান সহ ব্যবহৃত এক্সকেভেটর জব্দ করা হয়েছে।

সঙ্গীয় আনসার বাহিনীর সহযোগিতায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ছামিউল ইসলাম।