কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ কসবার কৃতি সন্তান জাতীয় প্রেসক্লাব সদস্য, বিশিষ্ট সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান ঝিনু (৭৫) গত মঙ্গলবার সকাল ৯টায় রাজধানীর ঢাকার বাসায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) । মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুনাগ্রহি রেখে গেছেন। তিনি কসবা পৌর এলাকার খারপাড়া গ্রামের মরহুম হাজী গণি মিয়া সাহেবের কনিষ্ঠ পুত্র এবং প্রাক্তন এম. পি মমতাজ বেগমের ছোট ভাই।

তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানান, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব ফিরোজ, কসবা প্রেস ক্লাবের সভাপতি মোঃ সোলেমান খান, সহ-সভাপতি নেপাল চন্দ্র সাহা, অর্থ সম্পাদক অলিউল্লাহ সরকার অতুল, কার্যকরী কমিটির সদস্য ভজন শংকর আচার্য।
বাদ মাগরিব কসবায় উনার নিজ বাড়ির মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।