কসবায় ফিলিস্তিনি মুসলিমদের গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ ফিলিস্তিনে ইসরাইলি বাহিনীর বর্বর হামলা ও মুসলিম জনগণের উপর গণহত্যার প্রতিবাদে কসবায় বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

গত মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল ১০টায় পুরাতন বাজার মুক্তিযোদ্ধা চত্বরের সামনে কসবা উপজেলা সাংবাদিক ফোরামের উদ্যোগে বিক্ষোভ ও মানববন্ধনের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ সবুজ খান জয়। সভায় উপস্থিত ছিলেন ফোরামের উপদেষ্টা মোবারক হোসেন চৌধুরী নাছির, সাধারণ সম্পাদক মোঃ আশরাফ উজ্জ্বল, সহ-সভাপতি মোঃ ছাইদুল্লাহ, মোঃ ফোরকানুল ইসলাম, মোঃ শরিফুল ইসলাম ও মোঃ বেলাল সরকার।

এছাড়া আরও উপস্থিত ছিলেন ধর্মীয় ব্যক্তিত্ব মাওলানা ইউনুস করীম হেলালী, মাওলানা হিজবুল্লাহ হেলালী, দেলোয়ার হোসেন জাইদি, মোঃ আক্তার হোসেন সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, “ফিলিস্তিনে ইসরাইলি বাহিনীর হত্যাযজ্ঞ আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘনের শামিল। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।” তারা আরও বলেন, “বাংলাদেশসহ বিশ্বের মুসলিম দেশগুলো যেন ইসরাইলি পণ্য বর্জনের মাধ্যমে এই জঘন্য হত্যাকান্ডের বিরুদ্ধে অবস্থান নেয়।

Leave a Reply

Your email address will not be published.