কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ কসবায় মাদক বিরোধী বিশেষ অভিযানে ৫০ কেজি গাজাসহ একজনকে আটক করেন কসবা থানা পুলিশ।
গত বুধবার (৯ এপ্রিল) সকালে কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল কাদের এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন ভোররাতে কসবা থানাধীন তিলাখপীর টু চারগাছ রোডের শন্তুু মেম্বারের বাড়ি এলাকায় অভিযান চালিয়ে ৫০ কেজি গাজাসহ একজনকে আটক করে পুলিশ। আসামি হল খাড়েরা ইউনিয়নের সোনারগাঁও গ্রামের আবুল হোসেনের ছেলের লোকমান হোসেন ।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরো বলেন আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।