দেলোয়ার হোসেন, নিজস্ব সংবাদদাতা ॥ গত শুক্রবার বেলা ২টায় আহলে হাদিস এর পক্ষ থেকে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন। বল্লা এলাকা জমায়েতে আহলে হাদিস শুব্বানের আহলে হাদিস এর সভাপতি শায়েখ রায়হান কবির, শুব্বানের সেক্রেটারি জনাব সিয়াম হোসেন, ফিলিস্তিনের বর্বরতা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেন।

এখানে আরো উপস্থিত ছিলেন শাহিন ফাউন্ডেশনের সভাপতি জনাব আল-আমিন হোসেন। তিনি তার নেতৃত্বে বিভিন্ন রকমের এবং ইজরায়েল পন্য বয়কট ও গাজার মুসলিম ভাই বোনদের জন্য দোয়া করেন এবং ইজরায়েলি ব্যানার ও প্রতিবাদী পতাকা নিয়ে তাদের বিরুদ্ধে প্রতিবাদি বক্তব্য দেন। আরে উপস্থিত ছিলেন বল্লা এলাকা জমায়েতে আহলে হাদিস শুব্বানের আহলে হাদিস সকল সদস্য বৃন্দ।