সব রাজনৈতিক দলের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে আ-আম জনতা পাট্টি

প্রশান্তি ডেক্স ॥ সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে নবগঠিত রাজনৈতিক দল বাংলাদেশ আ-আম জনতা পার্টি। গত শুক্রবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে দলের  আহ্বায়ক মোহাম্মদ রফিকুল আমীন ও সদস্য সচিব ফাতিমা তাসনিমের নেতৃত্বে কার্যনির্বাহী পরিষদ জাতীয় স্মৃতিসৌধের এই শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় আহ্বায়ক রফিকুল আমীন বলেন, মুক্তিযুদ্ধে অর্জিত দেশের অসমাপ্ত কাজ এগিয়ে নিতে সব রাজনৈতিক দলের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে আ-আম জনতা পার্টি। কারও সঙ্গে বৈরিতা নয়, দেশের কল্যাণে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করাই নতুন রাজনৈতিক দলের উদ্দেশ্য। এ সময় ২৪ গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের প্রতি সমবেদনা জানান রফিকুল আমীন।

সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, প্রথম দিন থেকেই সাংবাদিকরা নতুন রাজনৈতিক দলকে ইতিবাচকভাবে নিয়েছেন। আগামী দিনের পথ চলায়ও সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

দলের সদস্য সচিব ফাতিমা তাসনিম বলেন, পূর্ণাঙ্গ স্বাধীনতা ভোগের পাশাপাশি সামাজিক অর্থনৈতিক মুক্তি অর্জনের লক্ষ্যে কাজ করবে নতুন এই রাজনৈতিক দল।

Leave a Reply

Your email address will not be published.