কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ কসবায় মাদক বিরোধী বিশেষ অভিযানে ৮০ কেজি গাজা আটক করেন কসবা থানা পুলিশ। গত (২২ এপ্রিল) সকাল ১১ টায় কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল কাদের এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন রাত ৩টা৩০ মিনিটের সময় কসবা থানাধীন কায়েমপুর ইউনিয়নের কালতা নাখাউড়া কাচা রাস্তার উপর হতে পরিত্যক্ত অবস্থায় ৮০ কেজি গাজা উদ্ধার করে।
পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা পালিয়ে যায়। পলাতককৃত আসামিরা হলেন দিঘির পাড় গ্রামের মনু মিয়ার ছেলে গিয়াস উদ্দিন সহ আর অনেকে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরো বলেন মাদকের বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।