কুয়েটের সমস্যার দ্রুত সমাধান হবে: শিক্ষা উপদেষ্টা

প্রশান্তি ডেক্স ॥ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) উপাচার্য়ের পদত্যাগের দাবিতে আমরণ অনশন এবং দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নানা কর্মসূচি চলছে। বিষয়টি নিয়ে সরকারের মনোভাব কী, জানতে চাইলে শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার বলেছেন, ‘এ সমস্যার দ্রুত সমাধান হবে।’

গত বুধবার বিকালে ফরিদপুরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা জানান। সাংবাদিকদের প্রশ্নোত্তরের আগে তিনি ফরিদপুর সাহিত্য পরিষদের উদ্যোগে সংগঠনটির ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন।

কুয়েটের শিক্ষার্থীদের আন্দোলন প্রসঙ্গে এ সময় শিক্ষা উপদেষ্টা বলেন, ‘আমি কোনও ব্যক্তি নিয়ে কথা বলবো না, পুরো প্রক্রিয়া নিয়ে আমরা আলোচনা করছি। এখানে অংশীদার যারা ছিলেন তাদের নিয়ে কমিটি হচ্ছে, বিষয়গুলো বিবেচনায় নিয়ে তারা যে পরামর্শ দেবেন সেগুলো সরকার বিবেচনায় নেবে। তবে সমস্যা সমাধান করার যে প্রক্রিয়া সেটি আমরা ত্বরান্বিত করছি। আশা করি দ্রুত সমাধান হবে।’

এ ছাড়া তিনি সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানে অস্থিরতা নিয়ে সরকার উদ্বিগ্ন বলে মন্তব্য করেন। তিনি বলেন, ‘শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অস্থিরতা যেন আর না ঘটে সে বিষয়ে আমাদের পরিকল্পনা রয়েছে। পুরো সমাজ একটি অস্থিরতার মধ্যে দিয়ে চলছে এবং সব যে রাতারাতি ঠিক হয়ে যাবে সেটি ভাবাও বোধহয় ঠিক না।’

তিনি বলেন, ‘আগের সরকারের সময়ে শিক্ষার্থীদের দাবি-দাওয়া উত্থাপন করার সুযোগ-সুবিধা ছিল না এবং যখনই কেউ দাবি-দাওয়া উত্থাপন করতো তখন রাষ্ট্র ঝাঁপিয়ে পড়তো তাদের ওপরে। বর্তমানে রাষ্ট্র মনে করে যে এখন একটি ব্যবস্থা রয়েছে। তাদের দাবি-দাওয়া আমরা সংবেদনশীলতার সঙ্গে দেখছি। আমরা চেষ্টা করবো তারা যেটি চাচ্ছে সেটি নিয়মের ও আইনের মধ্যে এবং যুক্তিসঙ্গত সমাধান করার। তারা হয়তো অতীতের মতো ভাবছে- সমাধান হবে না, কিন্তু আমরা অতি দ্রুত সমাধান করবো।’

এর আগে সাহিত্য পরিষদের ভিত্তিপ্রস্তর উদ্বোধনের সময় জেলার সাংস্কৃতিক ব্যক্তিদের সঙ্গে আড্ডায় মেতে ওঠেন শিক্ষা উপদেষ্টা এবং ফরিদপুর নিয়ে স্মৃতিচারণ করেন তিনি। এ সময় জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্যা, পুলিশ সুপার মো. আব্দুল জলিল, ফরিদপুর সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক এম এ সামাদ, সাধারণ সম্পাদক মফিজ ইমাম মিলনসহ অনেকে উপস্থিত ছিলেন।  

Leave a Reply

Your email address will not be published.