কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ কসবায় উঠানে ধান শুকানোকে কেন্দ্র করে চাচাতো ভাইয়ের হাতে ছুরিকাঘাতে সুজন কবির (৩২) নিহত হয়েছে। গত বৃহস্পতিবার (১ মে) সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার কায়েমপুর ইউনিয়নের জাজিয়ারা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সুজন ফকির (৩২) উপজেলার কায়েমপুর ইউনিয়নের জাজিয়ারা গ্রামের খোকন ফকিরের ছেলে।

ঘটনা সত্যতা নিশ্চিত করে কসবা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রিপন দাস জানান, সকালে জাজিয়ারা গ্রামের নিহত সুজন ফকিরের সঙ্গে তার চাচাতো ভাই শাওন ফকিরের বাড়ির উঠানে কে আগে ধান শুকাবে এ নিয়ে তর্ক-বিতর্ক হয়। এক পর্যায়ে শাওন ফকির ঘরে থাকা ছুরি এনে সুজন ফকিরকে আঘাত করে। এতে ঘটনাস্থলেই সুজন ফকির মারা যায়। ঘাতক শাওন ফকিরকে আটক করতে অভিযান চলছে।