কর্মসংস্থানের জন্য নতুন অধিদফতর করবে সরকার: শ্রম সচিব

প্রশান্তি ডেক্স বাংলাদেশে দক্ষতাভিত্তিক কর্মসংস্থানের লক্ষ্যে একটি নতুন অধিদফতর গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। গত বৃহস্পতিবার (১ মে) মহান মে দিবস উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান এ তথ্য জানান।

তিনি বলেন, ‘নতুন বাংলাদেশ গড়তে শ্রমিক ও মালিকদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলা জরুরি। অন্তবর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর শ্রমিকদের স্বার্থরক্ষায় বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।’

শ্রম সচিব উল্লেখ করেন, গত ২৪ সেপ্টেম্বর পোশাক খাতে শ্রমিকদের ১৮ দফা দাবি মেনে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে এবং শ্রম আইন সংশোধনের প্রক্রিয়া শুরু হয়েছে।

সচিব আরও জানান, ৫ আগস্টের পর কয়েকজন মালিক আত্মগোপনে চলে গেছেন এবং কেউ কেউ গ্রেফতার হয়েছেন। বকেয়া বেতন-ভাতা পরিশোধের বিষয়টি দেখতে ইতোমধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে।

তিনি বলেন, ‘শ্রমিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, হেল্পলাইন চালু করা এবং কর্মক্ষেত্রে দুর্ঘটনায় আহতদের আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। ধাপে ধাপে বিভিন্ন সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।’

এছাড়া, আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে একযোগে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে বলেও জানান সফিকুজ্জামান।

Leave a Reply

Your email address will not be published.