ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ গত মঙ্গলবার (৬ মে) কসবা পুরাতন বাজারের স্বনামধন্য ব্যবসায়ী প্রয়াত শ্রী গোপাল চন্দ্র সাহার পরিবার বর্গের আয়োজনে কসবা শ্রী শ্রী গোবিন্দ জিউর কেন্দ্রীয় মন্দিরে নব শ্রীবিগ্রহ প্রতিষ্ঠা মহা-মহোৎসবের আয়োজন করা হয়।

এ উপলক্ষে মন্দিরে উদয়স্থ শ্রী শ্রী নামযজ্ঞ অনুষ্ঠান, শ্রী শ্রী রাধাগোবিন্দ জিউর মহা -অভিষেক এবং দূপুরে ভোগারতি কীর্তন শেষে এলাকার সকল ভক্তবৃন্দের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়।
উক্ত মহা-মহোৎসবের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, বাংলাদেশ শ্রী শ্রী গৌড়ীয় বৈষ্ণব সমাজের আহ্বায়ক শ্রীকৃষ্ণ দাস বাবাজী মহারাজ এবং বৃন্দাবন শ্রী শ্রী রাধামুরারি মোহন সেবা কুঞ্জের অধ্যক্ষ শ্রী শ্যামসুন্দর দাস বাবাজি মহারাজ। উক্ত অনুষ্ঠানাদিতে মন্দিরে বিপুল সংখ্যক ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।