ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ গত শনিবার (৩ মে) রাত ১১ টা অফিসার ইনচার্জ কসবা থানা মোহাম্মদ আব্দুল কাদের এর নেতৃত্বে এসআই মোহাম্মদ ফারুক হোসেন সঙ্গীয় পুলিশ ফোর্স সহ অভিযান চালিয়ে কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের লক্ষ্মীপুর- ফতেপুর গামী পাকা রাস্তার উপর থেকে ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

এ সময় আসামী একই ইউনিয়নের রাজনগর গ্রামের মোঃ হেদায়েত মিয়ার ছেলে মোঃ নুরুল ইসলাম (৫০) কে গ্রেপ্তার করা হয়।
এ ব্যাপারে কসবা থানায় মাদক আইনে মামলা করা হয়েছে।