ধর্ষক গেন্দুর সর্বোচ্চ শাস্তির দাবিতে মানব বন্ধন

জসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁও প্রতিনিধি ধর্ষক শাহাজাহান আলী ওরফে গেন্দুর সর্বোচ্চ শাস্তির দাবিতে  ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানার ১৪ নং রাজারগাঁও ইউনিয়নের পাটিয়াডাঙ্গীতে এক মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। গত ৫ মে সোমবার দুপুর ১২ টায় পাটিয়াডাঙ্গী বাজার এলাকায় এই মানব বন্ধন অনুষ্ঠিত হয়।

মানব বন্ধনে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় জনপ্রতিনিধি সহ সর্বস্থরের জনগণ উপস্থিত ছিলেন। এসময় বক্তব্য দেন ১৪ নং রাজাগাঁও ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত সভাপতি জনাব মোঃ নুরুল ইসলাম নুরু, সিনিয়র সহ-সভাপতি আমিনুর রহমান রিপন, সাবেক সাধারণ সম্পাদক বর্তমান সহ-সভাপতি আহসান হাবিব মাস্টার, নবনির্বাচিত সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া প্রমুখ।

 মানববন্ধনে বক্তারা বলেন, “শিশু ও নারী ধর্ষণের মতো জঘন্য অপরাধের সঙ্গে জড়িত এবং মাদক ব্যবসার মাধ্যমে সমাজ ধ্বংসে নিয়োজিত গেন্দুর সর্বোচ্চ শাস্তি ফাঁসি নিশ্চিত করতে হবে।” তাঁরা আরও বলেন, “এই নরপিশাচের ফাঁসি না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকব এবং প্রতিবাদ চালিয়ে যাব।” উল্লেখ্য, গত ০৪ মে রবিবার রাজারগাঁও ইউনিয়নের উত্তর বঠিনা (নদীডাঙ্গা) এলাকায় এই ধর্ষণের ঘটনা ঘটে।

এ বিষয়ে ভুক্তভোগী শিশুর বাবা শহীদুল ইসলাম (৪০) বাদী হয়ে শাহজাহান আলী ওরফে গেন্দুর (৪৬) নামে রুহিয়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করলে রাতেই রুহিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ধর্ষক শাহাজাহান আলী গেন্দুকে গ্রেফতার করে। পরে তাকে আদালতে সোপর্দ করলে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করে। রুহিয়া থানার অফিসার ইনচার্জ একে এম নাজমুল কাদের ঘটনাটির সত্যতা নিশ্চিত করেন।

Leave a Reply

Your email address will not be published.