ভারতীয় হামলায় মাসুদ আজহারের ১০ স্বজন নিহত

প্রশান্তি আন্তর্জাতিক ডেক্স ॥ পাকিস্তানে চালানো ভারতীয় বিমান হামলায় জঙ্গি সংগঠন জইশ-ই-মুহাম্মদ (জেইএম) গোষ্ঠীর প্রধান মাসুদ আজহারের পরিবারের ১০ জন সদস্য নিহত হয়েছেন বলে দাবি করেছেন তিনি। নিহতদের মধ্যে পাঁচ শিশু রয়েছে।

মাসুদ আজহার গত বুধবার এক বিবৃতিতে বলেন, কাপুরুষ মোদি নিরীহ শিশু, অবিবাহিত নারী ও বয়স্কদের টার্গেট করেছে। এই শোক ও বিস্ময় ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।

তিনি জানান, নিহতদের মধ্যে তার বড় বোন, দুলাভাই, ভাতিজা ও ভাতিজিও রয়েছেন।

ভারতের সামরিক বাহিনী দাবি করেছে, তারা পাকিস্থানের পাঞ্জাব প্রদেশ ও পাকিস্থান-শাসিত কাশ্মীরের নয়টি স্থানে ‘সন্ত্রাসী অবকাঠামো’ লক্ষ্য করে হামলা চালিয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী, হামলাগুলোতে কোনও বেসামরিক ব্যক্তি বা সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়নি।

তবে পাকিস্থান জানিয়েছে, দেশটির ছয়টি ভিন্ন এলাকায় হামলাগুলোর লক্ষ্য ছিল বেসামরিক এলাকা ও উপাসনালয় এবং এতে বহু সাধারণ নাগরিক হতাহত হয়েছেন।

জইশ-ই-মুহাম্মদ একটি পাকিস্থানভিত্তিক জঙ্গি সংগঠন। ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরকে পাকিস্থানের সঙ্গে একত্রীকরণের লক্ষ্যে কাজ করে তারা। এই গোষ্ঠীকে ২০০১ সালে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ও যুক্তরাষ্ট্র সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে। তবে এর নেতা মাসুদ আজহারের ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপের প্রচেষ্টা চীনের ভেটোর কারণে বাধাগ্রস্ত হয়।

ভারত এই গোষ্ঠীকে দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী সহিংসতার জন্য দায়ী করে আসছে। গত মঙ্গলবারের অভিযানে জইশ-ই-মুহাম্মদ ছাড়াও হিজবুল মুজাহিদিনের স্থাপনাও টার্গেট করা হয়েছে বলে জানিোয়ছে ভারতীয় সেনাবাহিনী।

সূত্র: সিএনএন

Leave a Reply

Your email address will not be published.