জসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ ঠাকুরগাঁওয়ে হরিপুরে চাপাসার সীমান্ত দিয়ে অনুপ্রবেশের দায়ে ১০ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত বুধবার সকালে ভারত থেকে বাংলাদেশের সীমান্ত পিলার ৩৪৮ হতে ১০০ গজ অভ্যন্তরে চাপপুকুর নামক স্থান হতে বাংলাদেশী নাগরিক ( পুরুষ) ১০জনকে অবৈধভাবে সীমান্ত অনুপ্রবেশ করলে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) তাদের আটক করে।

গীমান্ত দিয়ে অনুপ্রবেশের দায়ে ১০জনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ভাতুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাজাহান সরকার।
বিজিবি সূত্রে জানা যায়, ৮ মাস আগে ভারতের রাজস্থান নামক স্থানে কাজ করতে যায় তারা।
আটককৃতরা হলেন, মোঃ জসিম উদ্দিন (২৬) পিতা হাবিল উদ্দিন গ্রামঃনাড়ইল পোস্ট -মাহেরপুর থানা-সেতাবাগঞ্জ জেলা-দিনাজপুর ২। মোঃ সোহেল (২৯) পিতা মফিজউদ্দিন গ্রামঃ মনিকপাড়া পোস্ট -৬নং বানডারা থানা-বিরল জেলা-দিনাজপুর ৩। মোঃ মুসলিম আলী(২৬) পিতা মৃত মেহরাব আলী গ্রামঃ তেতরা পোস্ট-মাহেরপুর থানা-বোচাগঞ্জ জেলা-দিনাজপুর ৪।স্বপন চন্দ্র সরকার (২০) পিতা মৃত নিল কমর গ্রামঃ হাটমাদবপুর থানা-বোচাগঞ্জ জেলা-দিনাজপুর ৫। মোঃ আফজাল হোসেন (২৪) পিতা আবেদ আলী গ্রামঃ ডাবির মোড় পোস্ট -মাহেরপুর থানা-সেতাবগঞ্জ জেলা-দিনাজপুর ৬। সনেতছ (২২) পিতা বিষেন গ্রামঃ রগনাথপুর পোস্ট-পীরগঞ্জ থানা-পীরগঞ্জ জেলা ঠাকুরগাঁও ৭।নয়ন চন্দ্র রায় (২৪) পিতা প্রকিত চন্দ্র রায় গ্রামঃ বেলবাস পোস্ট-মাহেরপুর থানা-বোচাগঞ্জ জেলা-দিনাজপুর
৮।মোঃতমিজ উদ্দিন (৫০) পিতা মৃত মহিলউদ্দিন গ্রামঃ সারসবুদিয়া পোস্ট-বানডারা থানা-বিরল জেলা-দিনাজপুর ৯।পরিবেশ চন্দ্র (২০)পিতা সেদেন চন্দ্র গ্রামঃ রামপুর
পোস্ট-মাহেরপুর থানা-বোচাগঞ্জ জেলা-দিনাজপুর
১০। মোঃ সালমান (৪০) পিতা মোঃ মোজাম্মেল হক গ্রামঃ আটগেরা পোস্ট-ফুলবাড়িহাট থানা-বিরল জেলা-দিনাজপুর। ধৃত আসামিদের হরিপুর থানায় হস্তান্তর করা হবে বলে জনা গেছে।