কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ গত বৃহস্পতিবার (১৫ মে) সন্ধ্যায় ৭ টায় কসবা পৌর এলাকার শাহপুর দক্ষিণপাড়ার মোঃ জয়নাল আবেদিনের মাদকাসক্ত পুত্র মোঃ রাব্বি (২১) মাদক সেবন করে এবং নেশার টাকা দেয়ার জন্য বাবাকে গালিগালাজ করে।

তার বাবা তাকে নেশার টাকা দিতে রাজি না হওয়ায় সে তার বাবাকে মারধর করে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মোবাইল কোট পরিচালনা করে মাদকাসক্ত ব্যক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১শ টাকা অর্থদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ছামিউল ইসলাম। এ কাজে সহযোগিতা করেন কসবা থানা পুলিশের টিম।