কসবা ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ॥ গত বৃহস্পতিবার (২২ মে) সকাল ১১ টায় কসবা তফজ্জল আলী ডিগ্রী কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মোঃ আবুল কালাম আজাদ, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ও কলেজ গভর্নিং বডির সভাপতি মোঃ ছামিউল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বর্তমান আহবায়ক কমিটির সদস্য মোঃ আবদুল হান্নান মাস্টার। বক্তব্য রাখেন অভিভাবক পৌর বি এন পি’ র সাবেক সাধারণ সম্পাদক মোঃ আলমগীর কবির, সহকারী অধ্যাপক মোঃ মোবারক হোসেন, সহকারী অধ্যাপক হাসিনা জান্নাত, প্রভাষক মোঃ মমতাজ আলী, ছাত্রনেতা মোঃ জুয়েল, ২য় বর্ষের ছাত্র আবুল কাশেম প্রমুখ।

প্রধান অতিথি অভিভাবকদের উদ্দেশ্যে বক্তব্যে বলেন আপনারা আপনাদের সন্তানদের প্রতি খেয়াল রাখুন, তাদের প্রতি আরো যত্নশীল হউন। আপনার সন্তান কোথায় যায় কার সাথে ঘোরাফেরা করে খোজ নিন। মাদকের কড়াল গ্রাস থেকে শিক্ষার্থীদের বাচাতে হলে মা বাবাদের অত্যন্ত সচেতন হতে হবে। পড়ালেখায় যাতে ঠিকভাবে মনযোগ দেয় সেজন্য বাবা মাকে সময় দিতে হবে। জুন মাসে অনুষ্ঠিতব্য এইচ এস সি পরীক্ষা নকল মুক্ত হবে। আপনারা আমাকে সাহায্য করুন। যারা নকলের সাথে সম্পৃক্ত হবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক মোঃ আলমগীর ওসমান ভুইয়া।