কসবায় শ্রমিক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠীত

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ কসবা উপজেলায় শ্রমিক দলের উদ্যোগে কসবা পশ্চিম ইউনিয়ন ও খাড়েরা ইউনিয়নের যৌথ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার (১৯ মে) সকাল ১০ টায় কসবার দি ফুড পেলেস রেস্টুরেন্ট পার্টি অফিসে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কসবা-আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া-৪) আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব কবির আহমেদ ভূঁইয়া।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কসবা উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক এম তবিবুর রহমান জীবন এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মোঃ সবুজ মিয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সুলতান আহমেদ, প্রচার সম্পাদক আশরাফুল ইসলাম বাচ্চু, মোঃ কাউছার মিয়া, আমিনুল ইসলাম চৌধুরী, জাবেদ মিয়া, জাহাঙ্গীর আলম, ফিরোজ মিয়া, আজাদ, সজীব মিয়া ও মোঃ খলিলুর রহমান। এছাড়াও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীরাও সম্মেলনে অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, “শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে আমরা সব সময় ঐক্যবদ্ধ। আগামীদিনে সংগঠনকে বিগত দিনের পরীক্ষিত ও ত্যাগী নেতাকর্মীদের প্রাধান্য দেওয়া হবে।”

তারা আরও বলেন, “জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আমরা কসবা উপজেলা শ্রমিক দল সব সময় শ্রমিকদের পাশে আছি এবং আগামী দিনে তাদের অধিকার আদায়ের জন্য কাজ করে যাব ।

Leave a Reply

Your email address will not be published.