নওমুসলিম ইকবাল হোসেন ব্যানার্জীর মৃত্যুতে শোক

শেখ কামাল উদ্দিন ॥ ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভার ঐতিহ্যবাহী আড়াইবাড়ী ইসলামিয়া সাঈদীয়া কামিল মাদরাসার অবসরপ্রাপ্ত সহকারি শিক্ষক, খ্যাতনামা বক্তা নওমুসলিম ইকবাল হোসেন ব্যানার্জী (৮৮) বার্ধক্যজনিত কারণে গত শনিবার মধ্যরাতে নিজ বাড়ীতে ইন্তিকাল করেন। (ইন্না লিল্লাহি……  রাজিউন)।

গত রবিবার বাদ জোহর আড়াইবাড়ী দরবার শরীফ জামে মসজিদ প্রাঙ্গণে নামাযে জানাযা শেষে আড়াইবাড়ী জাবারিয়া কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ২ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি পরিণত বয়সে আড়াইবাড়ী দরবার শরীফের মরহুম পীরে কামেল আল্লামা মুহাম্মদ গোলাম হাক্কানী (র) এর হাতে ইসলাম ধর্মে দীক্ষিত হন এবং তার নিকট বায়াত গ্রহণ করেন। পীর সাহেব তাকে নিজগ্রাম আড়াইবাড়ীতে বসবাসের ব্যবস্থা করে কামিল মাদরাসায় শিক্ষক হিসেবে নিয়োগ করেন। তিনি সফল শিক্ষক হিসেবে সুনাম অর্জন করেন। তাঁর হাতে গড়া অসংখ্য ছাত্র-ছাত্রী বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিক্যাল কলেজ ও বহির্বিশ্বের সুপ্রসিদ্ধ শিক্ষাঙ্গণে অধ্যয়ন করে কর্মজীবনে সফলতার সাক্ষর রাখেন। জানাযায় বক্তব্য রাখেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুফতি আমিনুল ইসলাম, কাজী সিরাজুল ইসলাম, পীরজাদা গোলাম কবির সাঈদী, পীরজাদা গোলাম সোবহানী সাঈদী, অধ্যাপক শেখ মো. কামাল উদ্দিন, সেনা সদস্য মাওলানা সাইফুল ইসলাম, অধ্যক্ষ কবির আহমাদ, মাওলানা শিবলী নোমানী, সাবেক কাউন্সিলর আবু ছায়েদ প্রমুখ।

তার মৃত্যুতে আড়াইবাড়ী দরবার শরীফের গদ্দিনেশিন পীর হযরত মাওলানা গোলাম খাবীর সাঈদী, অধ্যক্ষ মুফতি মো. আমিনুল ইসলাম, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ শেখ মো. কামাল উদ্দিন শোক প্রকাশ করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

Leave a Reply

Your email address will not be published.