ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়াার কসবা-আখাউড়া সড়কের পাশে চাপিয়া নামক স্থানে গত সোমবার (২৩ জুন ) রাতে পড়ে থাকা লাশের পরিচয় মিলেছে। তার পকেটে থাকা আইডি কার্ডের ফটোকপি থেকে সনাক্ত করেছে তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বরিশল গ্রামে।

নিহত ব্যক্তির নাম রিপন মিয়া (৪১)। সে বরিশল গ্রামের আবরু মিয়ার পুত্র। কসবা থানা অফির্সাস ইনচার্জ (ও.সি) আব্দুল কাদির জানান সে চিহ্নিত ডাকাত দলের সদস্য। তার বিরুদ্ধে আখাউড়া ও ব্রাহ্মণবাড়িয়া থানায় ৩টি ডাকাতির মামলা রয়েছে। তিনি আরও জানান কসবা-আখাউড়া সড়কের চাপিয়া নামক স্থানে ডাকাতদের আনাগোনা দেখে স্থানীয়দের গোপন সংবাদের ভিত্তিতে কসবা থানা পুলিশ ধাওয়া দিলে অন্যান্যরা দৌড়ে পালিয়ে যায়। গ্রামবাসীরা গভীর রাতে সড়কের পাশে অজ্ঞাত নামা লাশ দেখতে পেয়ে পুনরায় কসবা থানা পুলিশকে খবর দেন। ওসি জানান আজ দুপুরে ময়না তদন্তের জন্য তার লাশ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি বলেন তার দেহে কোনো আঘাতের চিহ্ন নেই। ধারনা করা হচ্ছে রিপন স্ট্রোক করে মারা গেছেন।