কসবায় ইউপি কার্যালয় থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে গ্রেফতার

ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ কসবা উপজেলার মেহারী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিয়াকে গ্রেফতার করেছে কসবা থানা পুলিশ।

গত মঙ্গলবার (২৪ জুন) বিকেলে ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে পুলিশ তাকে গ্রেফতার করেছে। পুলিশ তাকে রাজনৈতিক মামলায় গ্রেফতার দেখিয়ে ব্রাহ্মণবাড়িয়াা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠিয়েছেন। আদালত তাকে জেলহাজতে প্রেরণ করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নেহারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোশারফ হোসেন মুশেদ প্রায় দুই বছর আগে ইতালি চলে যান। নোয়াব মিয়া ওই ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ড নির্বাচিত সদস্য।   তিনি প্যানেল চেয়ারম্যান পদে থাকায় তিনি ওই সময় থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করে  আসছেন। এছাড়াও নোয়াব মিয়া মেহারী ইউনিয়ন ২ নং ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি।

কসবা থানার ওসি মোহাম্মদ আব্দুল কাদের বলেন, নোয়াব মিয়া মেহারী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি এবং মেহারী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তাকে রাজনৈতিক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।  আদালত তাকে জেল হাজতে পাঠিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published.